যতদিন ডেভিল থাকবে, ততদিন অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই আমরা সারাদেশে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করছি। যতদিন ডেভিলের অস্তিত্ব থাকবে, ততদিনই এই অপারেশন চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা রাখছি বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

জাহাঙ্গীর আলম বলেন, দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে হবে, নাহলে অগ্রগতি থেমে যাবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নিদের্শনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। পাশাপাশি নৌপুলিশ বাড়ানোর কথাও তুলেছেন। এছাড়া তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথাও বলেছেন।  এর বাইরে গাজীপুরের ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার