সাম্য হত্যার বিচার দাবি

শাহবাগ মোড় অবরোধে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ২২ মে ২০২৫ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ২২ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল নেতা-কর্মীরা।  

রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থান অবরোধের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। অনেককে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতেও দেখা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। 

এর কিছু সময় পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। তবে তীব্র বৃষ্টিও তাদের আন্দোলন থামাতে পারেনি।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন। বিকাল ৫টা পর্যন্ত চলবে ছাত্রদলের শাহবাগে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি।