৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বিজিবির সিপাহী দুর্জয় হাজং-এর স্বর্ণ জয়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:০১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিপাহী দুর্জয় হাজং। দলগতভাবে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বিজিবি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবারের আসরে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বিজিবি দল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক জিতে রানার আপ হয়।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৫। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স—এই পাঁচটি দল অংশ নেয়।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর