পাঁচ শতাংশ বাড়ি ভাড়া প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাতা ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি অনুযায়ী বাড়িভাতা ২০ শতাংশসহ অন্যান্য ভাতা সমন্বয়ের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ করার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন: ইসিকে নিয়ন্ত্রণের ‘রিমোট অন্য কারও হাতে’: হাসনাত আবদুল্লাহ

শিক্ষকদের দাবি—

বাড়িভাড়া ২০ শতাংশ

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ালো সরকার

মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা

উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ

এদিকে সকালে অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ৬টি শর্ত সাপেক্ষে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রদান করা হবে। আদেশটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে এ প্রজ্ঞাপনকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ উল্লেখ করে তা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তাদের নেতৃত্বাধীন প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর হবে।