তেজগাঁও কলেজে শিক্ষার্থী রানা হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত সাকিবুল হাসান রানা হত্যার দ্রুত বিচার দাবিতে ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভে নেমেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ব্যানার-প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলন শুরু করে। এতে ফার্মগেট হয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সহপাঠীর হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করে বলেন, ছাত্রাবাসের ভেতরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রানা নামে তাদের সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মহিবুল হাসান প্রত্যাহার

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে— দায়ীদের আটক ও বিচার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং অবরোধ প্রত্যাহার করবেন না।

গত ১০ ডিসেম্বর দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানা। তিনি ৫ দিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা প্রত্যর্পণে ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের দুই গ্রুপ দীর্ঘদিন ধরে ছাত্রাবাসে আধিপত্য বিস্তার, মাদক সেবন, বহিরাগত রাখাসহ চাঁদাবাজির মাধ্যমে পরিবেশ অস্থির করে তুলেছিল। গত ৬ ডিসেম্বর রাতে হলে মাদক সেবন করতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদলের গ্রুপ বহিরাগত শতাধিক লোক নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে তিনজন আহত হন। গুরুতর আহত রানা পরে হাসপাতালে মারা যান।

রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের (২০২৪–২৫) সেশনের শিক্ষার্থী ছিলেন।

 


তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে ওই এলাকার সড়কে দিয়েছে যানজট।


সহপাঠীর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্তিপূর্ণ অবস্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই হোস্টেল সুপার বাদি হয়ে একটি মামলা করেছেন।


​নিহত সাকিবুল হাসান রানা, তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী ছুলেন। গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রানা গুরুতর আহত হন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।