খুনির তাওবা ও মৃত্যু, হাদিসের বর্ণনায়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৩ | আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৯৯ জন মানুষকে খুন করে বনি ইসরাঈলের জনৈক ব্যক্তি জগতের সর্বশ্রেষ্ঠ আলেম বা জ্ঞানীর সন্ধান করতে করতে খ্রিস্টান পাদরির কাছে গিয়ে ৯৯ ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করল ও বলল, এখন তার জন্য তাওবার কোনো সুযোগ আছে কি? পাদরি জবাবে বললেন, না নেই। এতে করে খুনি লোকটি পাদরিকেও মেরে ফেলল।

পাদরিকে হত্যা করে সে ১০০ খুন পূর্ণ করল। অতঃপর আবার শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা জানানো হলো। লোকটি সেই আলেমের কাছে গিয়ে বলল যে সে ১০০ জনকে হত্যা করেছে। এখন তার জন্য তাওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, ‘হ্যাঁ, আছে। তুমি অমুক জায়গায় যাও। সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে। তুমিও তাদের সঙ্গে ইবাদত করো। আর তোমার দেশে ফিরে যাবে না। কেননা ওটা খারাপ জায়গা।’

আরও পড়ুন: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ২০২৫ স্বাগতম ২০২৬, নতুন বছরে পুনর্জাগরণের অঙ্গীকার

লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকল। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষদেশ দ্বারা ঐ স্থানের দিকে ঘুরল। লোকটির মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরেশতামণ্ডলীর মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতা বলল,  নিখাদ তাওবার মাধ্যমে এ লোকটি আল্লাহর দিকে ফিরেছে।

অপর দিকে আজাবের ফেরেশতা বলল, লোকটি কখনো ভালো কাজ করেনি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলে তারা তাকে ব্যাপারটার সালিস নিযুক্ত করল। তিনি বলেন, ‘তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো। যে দিকটি নিকটবর্তী হবে, সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে।’

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানা জারিপ্রাপ্ত আসামী বরুড়ার আবুল হাসেম এখনো ধরা ছোঁয়ার বাহিরে

আল্লাহ তাআলা সামনের ভূমিকে মৃত ব্যক্তির নিকটবর্তী হতে এবং পেছনে ফেলে আসা স্থানকে দূরে সরে যেতে আদেশ করলেন। অতঃপর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল, তারা তাকে সেদিকের এক বিঘত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতা তার জান কবজ করল [আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, বুখারি, হাদিস : ৩৪৭০, মুসলিম, হাদিস : ২৭৬৬)]

তওবা করলে আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, ‘বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইয়ো না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার, আয়াত ৫৩)

তিনি আরো বলেন, ‘তিনিই তাঁর বান্দাদের তাওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন।’ (সুরা শুরা, আয়াত ২৫)

মূর্খ ব্যক্তি সমস্যায় পড়লে অভিজ্ঞ কোনো আলেমের কাছে গিয়ে সমস্যার সমাধান করে নিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যদি তোমরা না জান তাহলে সুস্পষ্ট দলিল-প্রমাণসহ জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো।’ (সুরা নাহল, আয়াত : ৪৪)

কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না।