জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতির খবর পাওয়া গেছে। ডাক্তারদের সূত্রমতে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। চিকিৎসকরা নতুন মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। 

পরিস্থিতির সংবাদে উদ্বিগ্ন নেতা কর্মীরা সর্বত্রই দোয়া মিলাদ দরিদ্রদের খাবার বিতরণ করছেন। অনেক নেতাকর্মীরা হাসপাতালের চারপাশে ভিড় করছেন খবর জানার জন্য। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদ আযম খানের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে দলের একজন দায়িত্বশীল নেতা জানান বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বক্তব্য ছাড়া কোন বক্তব্য গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা