শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত বিষয়টি পর্যালোচনা করছে—এ ছাড়া এখন পর্যন্ত বাড়তি তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গণতন্ত্র মানে এই নয় যে, যা ইচ্ছে বলবো: মঈন খান

তৌহিদ হোসেন বলেন, “এ ধরনের বিষয়ে দ্রুত সাড়া মেলে না। আমরা ভারতের দিক থেকে কী প্রতিক্রিয়া আসে, সেটি পর্যবেক্ষণ করছি।”

তিনি আরও বলেন, তারেক রহমান কখন দেশে ফিরবেন—এ বিষয়ে সরকারের কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। এদিন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও ব্যবহারের জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রা পিছিয়েছে।

আরও পড়ুন: ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটকের বিষয়ে উপদেষ্টা বলেন, এ গোষ্ঠী কোনো রাষ্ট্রীয় সংস্থা নয়, ফলে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, চীনের অর্থায়নে ঢাকায় নির্মাণের পরিকল্পনা থাকা এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতে স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। এটি এমনভাবে গড়ে তোলা হবে, যাতে উত্তরাঞ্চলসহ প্রতিবেশী দেশের মানুষও এখানে চিকিৎসা নিতে পারে।

তৌহিদ হোসেন বলেন, রংপুর অঞ্চলে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অভাব বড় বাধা। এ কারণে কর্মসংস্থান বাড়াতে বড় প্রকল্প নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের দায়িত্ব এমনভাবে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে—যাতে তারা দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারেন।

চার দিনের সফরে তিনি রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার প্রশাসনের সঙ্গে মতবিনিময়, রোববার নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার পর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে আসবেন।