গুজব ছড়াবেন না, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

আরও পড়ুন: শত কোটি টাকার মিশনে সাবেক ছাত্রলীগ নেতা, গণপূর্তের সকল বাণিজ্য তার নিয়ন্ত্রণে

ডা. জাহিদ হোসেন বলেন, “এআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। সংকটাপন্ন রোগীর যেসব চিকিৎসা প্রয়োজন, সেগুলোই দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

তিনি জানান, এখনই বিদেশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজন হলে যেকোনো সময় নেওয়া হতে পারে।

আরও পড়ুন: নিবন্ধন প্রক্রিয়ায় গড়িমসি করছে নির্বাচন কমিশন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, “ম্যাডাম একজন রোগী। তার সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করছেন।”

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত আছেন। বোর্ড মিটিংগুলো রাতে হয় বলেই দেরিতে আপডেট জানানো হয়। দলের সিনিয়র নেতা ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন বেগম জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান এবং চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে যান। সেখানে ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন।

২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে তার অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।