মনিরা শারমিন নওগাঁ-৫ আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তিনি জানিয়েছেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন, তাই নির্বাচনে অংশ নিচ্ছেন না।
রোববার (২৮ ডিসেম্বর) নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন জানান, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির ভরসা হিসেবে যে এনসিপিকে তিনি দেখেছিলেন, দলের সাম্প্রতিক অবস্থান সেই প্রত্যাশার সঙ্গে মিলছে না।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
তিনি লিখেছেন, “ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন পেলেও আগে আমি জানতাম না যে দল জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাবে। দলের পূর্বের সিদ্ধান্ত ছিল ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার। এখন সেই অবস্থান পরিবর্তনের কারণে আমি নির্বাচনে যাচ্ছি না।”
মনিরা শারমিন আরও বলেন, “আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি আমার কমিটমেন্ট ভাঙিনি। কিন্তু এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে গণ-অভ্যুত্থান এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা বড় হয়ে দাঁড়িয়েছে।”
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
নির্বাচনী অনুদান প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যে অনুদান সংগ্রহ করা হয়েছিল, তা ফেরত দেওয়া হবে। যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান দেখে অনুদান দিয়েছেন, কেউ চাইলে বিকাশের মাধ্যমে তা দ্রুত ফেরত দেওয়া হবে।
মনিরা শারমিন উল্লেখ করেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি দল ছাড়েননি। তিনি বলেন, “এনসিপি কারো একার সম্পত্তি নয়। নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না।”
এর আগে এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। মনিরা শারমিনের ঘোষণার মাধ্যমে এনসিপির ভেতরের অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।





