শেষ ওয়ানডেতে মিরাজ অধিনায়ক

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

তিন ম্যাচের নিউজিল্যান্ড সিরিজের দুই ম্যাচ খেলেই তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।

তৃতীয় ওয়ানডের আগে ফের স্কোয়াডে পরিবর্তন আনলো বিসিবি। এবারে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম নেওয়া তামিম ইকবাল ও লিটন দাসের পরিবর্তে দলে ডাক পড়েছে তাদের। নতুন ডাক পড়া তিনজনের কেউই ছিলেন না প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে।

নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক লিটন দাসকে যেহেতু তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না সে কারণে শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যাক্ত। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা হেরেছে ৮৬ রানে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল।