সারাদেশে নৌযান চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
আরও পড়ুন: ২১ জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি
তিনি জানান, নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ সময় চলাচলরত সব লঞ্চ ও নৌযানকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নিরাপদে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সারাদেশে ঘন কুয়াশা অব্যাহত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, কুয়াশা কেটে গেলে এবং নৌপথে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করা হবে।
ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচলে সাময়িক ভোগান্তিতে পড়লেও যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





