সিরাজগঞ্জে একই পরিবারের পাঁচজনসহ বজ্রাঘাতে ৯ জনের মৃত্যু

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে নয় কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের পাঁচজনসহ মোট নয়জনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন আফসার আলী (৬০) শমসের আলী (৬৫), মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫) ও শাহীন মিয়া (২৭)।

আরও পড়ুন: ভোলাগঞ্জে শত কোটি টাকার পাথর লুট: পাঁচজন আটক

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে ৮-১০ জন কৃষক শিবপুর গ্রাম থেকে মাটিকোড়া গ্রামে এসে ফাঁকা মাঠে ধানের চারা উঠানোর কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। 

ইউএনও আরও জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি