কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ । ছবিঃ সংগৃহীত
কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ । ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত পিজি গ্রুপের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম। 

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে (এলডিডিপি) এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২০টি গ্রুপ সমিতিকে উপকরণ দেয়া হয়। এর মাঝে ১৪ টি প্রডিউসার গ্রুপে প্রতিটিতে একটি করে গ্রাস চুপার মেশিন, ২০ টি প্রডিউসার গ্রুপে প্রতিটিতে হাতল ও হাতল ছাড়া ৫৪টি প্লাস্টিকের চেয়ার, ২ টি বড় টেবিল, ১টি ছোট টি টেবিল, মুরগী পালনের জন্য ৪টি পিজি'তে ৩'শ ৬৬টি পানি ও খাবার পাত্র বিতরণ করা হয়। 

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অফিস সহকারী বেলায়েত হোসেন, সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক শরিফ সিকদার, পিজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সুবিধাভোগী খামারীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ (পিজি) তৈরি করে তাদের স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইতিমধ্যে ৪০ জন করে ২০টি পিজি সমিতি রয়েছে। তাদের কল্যাণে নিজেদের মধ্য থেকে সঞ্চয় জমা করে থাকেন। বিতরণকৃত ঘাস কাঁটার মেশিন দিয়ে খামারিরা সহজে ঘাস কেটে লাভবান হতে পারবেন। তারা যাতে আনুষ্ঠানিক ভাবে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং কর্মপরিকল্পনা করতে পারেন, সেজন্য তাদের চেয়ার টেবিল দেয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর তাদের সার্বিক ভাবে তত্ত্বাবধান করে থাকেন।

আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে