জাকসু নির্বাচন

ভোট গণনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামে একজন পোলিং অফিসার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা ঘটনার মূল আসামি গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠার পরই তিনি হঠাৎ করিডোরে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে স্ট্যাচারে করে নিচে নামিয়ে আনেন। পরে জরুরি ভিত্তিতে একটি অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কায়, নিহত ২

তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, কার্ডিয়াক অ্যাটাকের কারণে অচেতন হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এ ধরনের আকস্মিক মৃত্যু সবাইকে হতভম্ব করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা প্রয়াত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনা করেছেন।