নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা ঘটনার মূল আসামি গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুরে বাড়ির টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ভোট গণনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন পোলিং অফিসার

গ্রেফতারকৃত দিদারুল ইসলাম (২৬) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মামুন মিয়ার ছেলে। এসময় তার দেখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত চুরাটিও উদ্ধার করে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, উপজেলার বৈলাব গ্রামের আসাদুজ্জামান মন্টু মিয়া ও মামুন মিয়া সম্পর্কে আপন দুইভাই। মামুন মিয়ার বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি আসাদুজ্জামান মন্টু মিয়ার বাড়ির ওপর দিয়ে প্রবাহিত হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় চাচা মামুন ও তার দুই ছেলে দিদারুল ইসলাম ও বিদ্যুৎ চাপাতি ও ছুরা নিয়ে মন্টুর বাড়িতে প্রবেশ করে সোহাগ ও রানার ওপর আতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং অপর ভাই সোহাগকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যবরণ করেন। ঘটনার পরপরই জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ রায়হান সরকারের নেতৃত্বে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল নরসিংদী, ঢাকা, সিলেট, হবিগঞ্জ সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর মহাসড়ক থেকে হত্যাকান্ডের মূল আসামি দিদারকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তার দেখানোমতে তার বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরাটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কায়, নিহত ২

উল্লেখ্য, গত বুধবার টিউবওয়েলের পানি প্রবাহ মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা মামুন মিয়া ও তারা চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় নিহত হন চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)।