বিয়ের ফাঁদে ফেলে বিদেশে পাচার, কেন্দুয়ায় চীনা নাগরিক ও দালাল আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক চীনা নাগরিক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা তিন তরুণীকেও উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
আটকরা হলেন, চীনের নাগরিক লি উইহাও এবং তার স্থানীয় সহযোগী মো. ফরিদুল ইসলাম।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, বর্তমানে তারা কেন্দুয়া থানা হেফাজতে রয়েছেন। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
এদিকে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমলপুর গ্রামের ১৮ বছর বয়সী এক তরুণী গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। সেখানে স্থানীয় দালাল ফরিদুল ইসলামের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে চীনা নাগরিক লি উইহাওয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর লি উইহাও তরুণীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং ইতিমধ্যে তার পাসপোর্টও তৈরি করা হয়। বিয়ের মাধ্যমে নারীদের বিদেশে পাচারের যথেষ্ট প্রমাণ মেলায় লি উইহাও ও ফরিদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।