গোবিন্দগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় "টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫" উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা শওকত জামান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আকরাম হোসেন রাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে এক ডোজ টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকা পাবে। টিকা নিতে হলে জন্মনিবন্ধন সনদ অনুযায়ী অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, আগামী ৫ অক্টোবরের মধ্যে শিশুদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ। এ টিকাদান কর্মসূচিকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।