পটুয়াখালী জেলা পানি কমিটি গঠন ও আলোচনা সভা

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলা পানি কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় ২১ সেপ্টেম্বর, রবিবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে ‘পটুয়াখালী জেলা পানি কমিটি’ গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিশনেট প্রকল্প, উত্তরণ, রাঙ্গাবালী এরিয়া ম্যানেজার অনিশেষ পাল। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাড. মোঃ জাকির হোসেন।
ফিশনেট প্রকল্প এবং পানি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফিশনেট প্রকল্প এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, ফিশনেট প্রকল্পটি মূলত সামুদ্রিক এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ করবে। এই প্রকল্প পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী এবং বাগেরহাট জেলার মোংলা ও শরণখোলা উপজেলায় উত্তরণ এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। কলাপাড়া উপজেলায় ‘উত্তরণ‘ এর অংশীদার হিসেবে ‘সিঁড়ি’ সংস্থাও কাজ করছে।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
তিনি আরো বলেন, পানি কমিটি প্রথম গঠিত হয় ১৯৮০ সালে তালা, সাতক্ষীরায় সুশীল সমাজের মাধ্যমে। এই কমিটি জলাবদ্ধতা দূরীকরণ এবং সরকারের সাথে বিভিন্ন পরামর্শ করে কাজ করে আসছে। তিনি আরো বলেন, পানি কমিটির মূল কাজ হবে সুপেয় পানির জন্য কাজ করা, জলাবদ্ধতা নিরসনে কাজ করা, জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অভিগম্যতা সৃষ্টিতে কাজ করা। তাছাড়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা। তিনি সভায় পানি কমিটি গঠনের গঠনতন্ত্র আলোচনা করেন।
আলাপ-আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি হলো-
সভাপতি: এ্যাড. মো. সেহারাব হোসেন
সহ-সভাপতি: ১. এ্যাড. মো. মিজানুর রহমান, ২. মো. শহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক: ফারজানা আক্তার রুমা
যুগ্ম সম্পাদক: এ্যাড. মো. তৌফিক হোসেন
সাংগঠনিক সম্পাদক: এ্যাড. বনলতা দাশ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন
দপ্তর সম্পাদক: অনিশেষ পাল