নবীনগরে ডোবার পানিতে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে দুই ভাই–বোন ডুবে মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার বগডহর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশু দু’জন হলো নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা আক্তার (৭) ও ছেলে মো. আরিয়ান (৬)।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। একপর্যায় তারা বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুগুলো না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় একজন ডোবায় গোসল করতে নেমে একটি শিশুর লাশ দেখতে পান। এরপর আরেকজনের লাশও উদ্ধার করা হয়। শিশু দু’জনকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তামিম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, ডোবায় পড়ে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে বলে তাঁরা শুনেছেন। ঘটনার স্থান পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।