হানি ট্র্যাপে ফেলে সরকারি কর্মকর্তা অপহরণ, নারীসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর সাভারে হানি ট্র্যাপের মাধ্যমে এক সরকারি কর্মকর্তাকে অপহরণের অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয় এবং ভুক্তভোগী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে উদ্ধার করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। এর আগে, শুক্রবার রাতে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে রাজউকের মোবাইল কোর্ট, বনানীতে ২৪ দোকান বন্ধ ঘোষণা
গ্রেপ্তাররা হলেন—রংপুরের পীরগাছা উপজেলার তালুকো গ্রামের শরিফুল (২৫), একই উপজেলার সতাং গ্রামের মো. জয়নাল (২৫), ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের সাকলা আনমনা (১৯) এবং শেরপুরের নকলা উপজেলার নাইরনখোলা বাজার এলাকার কাওসার হোসেন কনক (২০)।
পুলিশ জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদী হাসানকে ফোনে ফাঁদে ফেলে অপহরণ করা হয়। সাভারের মিনি চিড়িয়াখানার সামনে ডেকে এনে তাকে জোরপূর্বক তুলে নেয় চক্রটি। পরে তাকে একটি গোপন স্থানে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত
পরিবার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে সাভার মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। টানা ২০ ঘণ্টার অভিযানে শুক্রবার জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করা হয় এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনিতে ভাড়া বাসায় থেকে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তাদের কাছ থেকে একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।





