ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক: খোকন

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (১৬ নভেম্বর) সকালে নরসিংদী সদর উপজেলার করিমপুর ও এর আশপাশের এলাকায় দিনব্যাপী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি ও ধানের শীষ প্রতীকের প্রচারণার এক পথসভায় তিনি একথা বলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই কর্মসূচিসমূহ বাস্তবায়ন করতে হলে এবং নরসিংদীর চরাঞ্চলকে সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন হাট-বাজার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

এদিকে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের করিমপুরের চরাঞ্চলে আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় তাদের নেতাকে বরণ করে নিতে সড়কের উপর তোরণ, ব্যানার ও ছবি সম্বলিত বিলবোর্ড নজর কাড়ে। সকাল থেকেই বিএনপির এই নেতাকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান। এসময় পথসভাগুলো জনসভায় পরিণত হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।