অপারেশন ডেভিল হান্ট

গাজীপুরে লুণ্ঠিত ম্যাগাজিন, গুলিসহ দুই যুবক ও ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে র‍্যাব-১ গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিকট হতে লুণ্ঠিত দুইটি ম্যাগাজিন, ৪৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে এবং ছিনতাইচক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান এসব তথ্য জানান।

আইনশৃঙ্খলা বাহিনী হতে লুণ্ঠিত ম্যাগাজিন, গুলিসহ গ্রেপ্তারকৃতরা হলো— ময়মনসিংহের ত্রিশাল থানার আহম্মদাবাদ এলাকার আবু হানিফ ওরফে আবুল (৩২) ও একই জেলার ঈশ্বরগঞ্জ থানার তাচপুর এলাকার মো. শাকিব (২৮)। তারা গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার জনৈক লিটন বেপারীর বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুন: সুনামগঞ্জে ২ কোটি টাকায় নির্মিত হলো শতাদিক পাকা গ্রামীণ সড়ক

গ্রেপ্তারকৃত ছিনতাইচক্রের সদস্যরা হলো— গাজীপুর মহানগরের টঙ্গীর হিমারদিঘী এলাকার মো. সোহেল মিয়া (২৪), টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার মো. মামুন মিয়া (২৫), মো. হৃদয় মিয়া (২৫) ও একই এলাকার আওয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মামুন হোসেন (২৪) এবং টঙ্গীর গোপালপুর এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া আলামীন শেখ (২৪)।

মিডিয়া অফিসার মো. রাকিব হাসান জানান, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি অভিযানিক দল বুধবার রাতে জানতে পারে গাজীপুরের তেলিহাটি এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের জনৈক লিটন বেপারীর বাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে আইনশৃঙ্খলা বাহিনী হতে লুণ্ঠিত ৭.৬২ মি.মি. এসএমজিটি-৫৬ (চায়না) এর সরকারি দুইটি ম্যাগাজিন ও ৪৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

র‍্যাব কর্মকর্তা আরও জানান, একই রাত সাড়ে ১২টার দিকে ছিনতাইকালে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে ছিনতাইচক্রের ওই ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মো. হৃদয় মিয়ার (২৫) নামে ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেপ্তারি ওয়ারেন্ট, মো. সোহেল মিয়ার (২৪) নামে দস্যুতা মামলায় গ্রেপ্তারি ওয়ারেন্ট এবং মো. মামুন মিয়ার (২৫) নামে মাদক মামলায় গ্রেপ্তারি ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।