কুলাউড়া আসনে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের বাতিল

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০০ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এ আসনে মনোনয়ন দাখিলকারী ৮ জন প্রার্থীর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে ত্রুটি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল মালিক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ