৬ জেলায় বাড়তে পারে শৈত্যপ্রবাহ
পৌষের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীত প্রবল হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়ে গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উত্তরের ঠাকুরগাঁও ও মধ্যাঞ্চলের শরীয়তপুরসহ দেশের কিছু জেলায় তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। বিশেষত নিম্ন আয়ের মানুষ ও বহিরাগত শ্রমিকরা শীতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধদের ভর্তি সংখ্যা বেড়ে গেছে, শয্যার তুলনায় রোগীর চাপ কয়েকগুণ বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র হতে পারে।





