তাবলিগ জামাতের তিন দিনব্যাপী খুরুজের জোড় শেষ
গাজীপুরের তঙ্গীর তুরাগতী ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড় রোববার দোয়ার মাধ্যমে শেষ হয়েছে।
সকালে ঢাকাসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে ঢলে ভিড় করেন। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে আগত আড়াই হাজার বিদেশি অতিথি ও দেশের মুসল্লিরা।
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির
বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ হেদায়েতি খুরুজে বের হওয়া মুসল্লিদের জন্য দিকনির্দেশনা মূলক বয়ান প্রদান করেন। তার পর সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, সিংগাপুর, জাপান, কাতার, সৌদি আরবসহ ৭২টি দেশ থেকে আগত অতিথিরা অংশ নিয়েছেন। এছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহর পথে বের হন।
আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পরে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।





