কালশী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:১৪ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই তরুণ ছিলেন। ফ্লাইওভারে ওঠার সময় তাঁদের বাইকের সঙ্গে একটি টয়োটা সিএইচআর মডেলের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও পেছনে বসা তরুণ অন্তত ২৫ ফুট নিচে সড়কে পড়ে যান। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন: ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

এ দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে।