মোহাম্মদপুর এক ঘণ্টায় দুই খুন, আতঙ্কে এলাকাবাসী

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই দুটি হত্যাকাণ্ড ঘটে। প্রথম ঘটনা ঘটে রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং ১০ নম্বর রোডের বায়তুল মামুর জামে মসজিদের সামনে। স্থানীয়ভাবে চলমান একটি সালিশ বৈঠকের সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ইব্রাহিম (৩২) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। তিনি পেশায় প্রাইভেট কার চালক ছিলেন।
এসময় স্থানীয়দের ধাওয়ায় ঘটনাস্থল থেকে রুবেল (৩৫) ও সজীব (৩০) নামের দুইজনকে একটি পিস্তল ও মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: কলাবাগানে স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার রহস্য জানা গেল
মাত্র এক ঘণ্টা পর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ৬ নম্বর রোডে আল আমিন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর দাবি, আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং কিছুদিন আগে কিশোর গ্যাং লিডার মোশারফের ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এই কারণেই মোশারফ, গিট্টু ও আরও কয়েকজন কিশোর গ্যাং সদস্য মিলে তাঁকে কুপিয়ে হত্যা করে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, "দুটি হত্যাকাণ্ড নিয়েই তদন্ত চলছে। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং দ্রুত আসামিদের গ্রেফতার করতে কাজ করছি।
আরও পড়ুন: জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ
এ ঘটনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।