নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর নির্বাচন পদ্ধতি: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের অন্যতম কারণ হলো পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি বা বডিওর্ন ক্যামেরা বসাচ্ছে না ইসি
আলাল বলেন, নেপালের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন। এখন বাংলাদেশি তরুণরা পরিবর্তনের আন্তর্জাতিক মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও বলেন, নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় না। আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ এই নির্বাচন পদ্ধতি।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখার সুযোগ
ভূরাজনীতি প্রসঙ্গে আলাল বলেন, “জিওপলিটিকাল সিচুয়েশন যে যত দ্রুত বুঝতে পারবে, সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে। ভূরাজনীতি ও কূটনীতি—এই দুই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”