ভাঙছে কি পরীমনির সংসার?

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ০৪ জুন ২০২৩ | আপডেট: ৫:৩৩ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সংসারে আবার ভাঙনের সুর শোনা যাচ্ছে।

অভিনেতা শরীফুল রাজের ফেসবুক থেকে গত ২৯ মে দিবাগত রাতে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হওয়ার পর থেকেই স্ত্রী পরীমনি জানান, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

রাজ জানান, পিরীমনি যে ফোন না ধরার বলছেন, বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়ার কথা বলেছেন, সেটা ঠিক নয়।

পরীমনির কথাকে ‘মিথ্যাচার’ অভিহিত করে নায়ক রাজ বলেন যে, তিনি ঢাকাতেই আছেন, কাজ করছেন।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

পরী বলেন, ‘রাজ কখন কি করে, কোথায় থাকে, তা আমাকে জানানোর প্রয়োজন মনে করে না। এভাবে একটা সংসার চলতে পারে না।’

পরীমনি জানান, রাজের সাথে তার সংসার ভাঙার জন্য সুনেরাহ এ কাজটি করেছেন। আর তাদের বিচ্ছেদ হলে এর জন্য দায়ী হবেন সুনেরাহ।