হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৭:৫৩ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪
মিঠুন চক্রবর্তী। ছবিঃ সংগৃহীত
মিঠুন চক্রবর্তী। ছবিঃ সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে হঠৎ হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (১০ ফেব্রুয়ারি) জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান এই অভিনেতা।

এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন বাংলা, দ্য ওয়াল, কলকাতা টিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তার ব্রেন স্ট্রোক হয়েছে। এরইমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে। অভিনেতার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক । 

অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এক মুহূর্তে দেরি না করেই তাকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত বছর পুজোয় তার ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এ বার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি।

আরও পড়ুন: ‘এটি আত্মহত্যা নয়, এটি ছিল প্রি-প্ল্যানড মার্ডার’