হাসপাতাল থেকে ফিরেই আবেগঘন বার্তা দিলেন জিতু কামাল

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতু কামাল সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেনগত বুধবারএরাও মানুষছবির শুটিং চলাকালে হঠাবুকে সংক্রমণ ধরা পড়লে তাকে বাইপাস লাগোয়া এক হাসপাতালে ভর্তি করা হয়চিকিৎসার পর তিনি রোববার হাসপাতাল থেকে ছাড়া পানএখন তিনি সুস্থ আছেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম ও শরীরের যত্ন নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ফের থানায় অভিযোগ শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে

সপ্তাহ না পেরোতেই কাজে ফিরেছেন অভিনেতা, কিন্তু এই সময়টিতে চারপাশের কিছু ঘটনার প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জিতু লিখেছেন বেঁচে থাকাকালীন মানুষকে নিয়ে সেলিব্রেট করুন। মৃত্যুর আগেই মেরে ফেলবেন না। আমি কাজ করি টাকা পাই বলে নয়, আমি কাজ করি কারণ আমার কাজটা ভীষণ ভালো লাগে বলে। তার এই বক্তব্যে অনেকের ধারণা, সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজবকে ঘিরেই তিনি এই মন্তব্য করেছেন।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

একই পোস্টে জিতু আরও লেখেন ধন্যবাদ অরবিন্দদা, এসভিএফ প্রোডাকশনের তরফ থেকে একমাত্র তোমার কনসার্ন দেখে আমি অভিভূত। দেখো তোমার চাকরি আবার না চলে যায় জিতুর খবরা-খবর নেওয়ার জন্যে

অভিনেতার এই মন্তব্যে ভক্তরা তাকে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার শুভকামনা জানিয়েছেন। বর্তমানে জিতু কামাল সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে কাজে ফিরছেন। নতুন ছবির শুটিং নিয়েও তিনি আশাবাদী।