ভেনেজুয়েলায় সামরিক অভিযান ‘টিভি শো দেখার মতো ছিল’: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানকে ‘অত্যন্ত সফল’ আখ্যা দিয়ে মার্কিন সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযানটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং তার কাছে পুরো ঘটনাটি ‘টেলিভিশন শো দেখার মতো’ মনে হয়েছে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সামরিক বাহিনীর কর্মকর্তারা তাকে জানিয়েছেন—পৃথিবীতে আর কোনো দেশ নেই, যারা এত নিখুঁত কৌশল ও সমন্বয়ের মাধ্যমে এমন অভিযান পরিচালনা করতে পারে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

ট্রাম্প বলেন, ‘আপনি যদি দেখতে পারতেন অভিযানে আসলে কী কী ঘটেছে… আমি তা দেখেছি। আমার কাছে মনে হয়েছে যেন একটি টিভি শো দেখছি। আমাদের সেনাবাহিনীর গতিশীলতা ও দক্ষতা ছিল অসাধারণ। সত্যি বলতে, অন্য কেউ এত নিখুঁতভাবে এই অভিযান চালাতে পারত না।’

তিনি আরও দাবি করেন, অভিযানে কোনো মার্কিন নাগরিক কিংবা অন্য কারও প্রাণহানি ঘটেনি। তবে তিনি জানান, ‘আমি শুনেছি মাত্র দু’জন আহত হয়েছেন।’

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা ও ভবিষ্যৎ কূটনৈতিক প্রভাব নিয়ে।