দশমীর সাজে থাকুক ভিন্নতার ছোঁয়া

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পূজার ঘণ্টা বাজতেই দেখতে দেখতে চলে এলো দশমীর দিন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিনে থাকে বিশেষ সাজ-পোশাকের আয়োজন। সাধ ও সামর্থ্য অনুযায়ী মানানসই সাজ বেছে নেওয়ার প্রস্তুতি নেন অনেকেই।

আরও পড়ুন: জেনে নিন দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার সঠিক সময় ও উপায়

কেমন রঙের পোশাক:

আরও পড়ুন: শাহরুখ খানের ফিটনেসের রহস্য জানালেন বিশেষজ্ঞ

পূজার সাজ মানেই কেবল লাল আর সাদা নয়। যদিও এই রঙের পোশাক প্রাধান্য পায়, তবে অন্যান্য রঙও বেছে নেওয়া যায়। অফহোয়াইট, মেরুন, গেরুয়া বা কমলা, ফিরোজা, ক্রিম, টিয়া, নীল, সোনালি হলুদ কিংবা মেজেন্টা রঙের পোশাকেও সাজানো যেতে পারে।

চোখের সাজ:

উৎসবের সাজে চোখে হালকা থেকে জমকালো মেকআপ মানিয়ে যায়। তবে অতিরিক্ত গাঢ় রঙের ব্যবহার এড়িয়ে চলাই ভালো। কাজল, আইলাইনার, মাশকারা ও আইশ্যাডো ব্যবহার করলে চোখ হবে আরও আকর্ষণীয়।

চুলের বাঁধন:

আরামদায়ক হওয়ার জন্য উৎসবের দিনে চুল বাঁধা ভালো। তবে চাইলে খোলা চুলও রাখা যায়। খোঁপা বা বেণি করে তাতে ফুল গুঁজে নিলে সাজ পাবে পূর্ণতা।

দিনের সাজ বনাম রাতের সাজ:

দিনের বেলা হালকা রঙের পোশাক ও লিপস্টিক মানায়, আর রাতে বেছে নেওয়া যায় একটু জমকালো সাজ। রাতে গাঢ় রঙের লিপস্টিক ও ভারী মেকআপ উৎসবের আবহ বাড়ায়, তবে যেন অস্বাভাবিক না লাগে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।