বিবিসি’র অ্যাক্রেডিটেশন বাতিল করলো সিরিয়া
পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগে বিবিসি’র অ্যাক্রেডিটেশন বাতিল করে দিয়েছে সিরিয়া। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় বলেছে, বিবিসি কর্তৃপক্ষ তাদের পেশাদারি মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এর জবাবে বিবিসি দাবি করেছে, তারা পক্ষপাতমুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা করে।
সিরিয়া সরকার আরও জানিয়েছে, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি অনবরত ভুয়া খবর প্রচার করে চলেছে। এ জন্য বিবিসিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরেও তারা সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসীদের বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রচার করে গেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিরল। যদিও গণমাধ্যমের স্বাধীনতা সূচকে নিচের দিকেই অবস্থান করছে দেশটি। বিবিসি জানিয়েছে, তারা আরবি ভাষার মানুষদের জন্য সংবাদ প্রচার অব্যাহত রাখবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: সালাম





