পল্লী বিদ্যুৎ কর্মচারীদের গণছুটি কর্মসূচি প্রত্যাহার

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৪ | আপডেট: ৭:৫৩ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী তাদের ঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। 

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বন্যাদুর্গত মানুষের দুর্দশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং দেশের সুশীল সমাজের অনুরোধও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই: উপদেষ্টা রিজওয়ানা

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা বিদ্যুৎ সেবা প্রদানকারী ৮০টি সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের দ্বৈত শাসন এবং ৪৭ বছর ধরে চলমান বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে একীভূতকরণের জন্য দুইটি দাবি রেখেছিলেন। তাদের দাবিগুলো ছিল আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ।

বর্তমান প্রেক্ষাপটে, বন্যাদুর্গত মানুষের পরিস্থিতি এবং সরকারের বৈষম্য মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির নতুন চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ এই দাবি বাস্তবায়নে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে উল্লেখযোগ্য এই দুই দাবি বাস্তবায়নে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে।