ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা-অধিকার নিশ্চিতের অঙ্গীকার জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ভিন্ন ধর্মাবলম্বীসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার সমানভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর স্বামীবাগের ঢাকা পার্টি সেন্টারে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত মন্দির ও পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম
নূরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার লুণ্ঠন করেছে এবং তাদেরকে সংখ্যালঘু হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ ধারণায় বিশ্বাস করে না। প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে সমান এটাই ইসলামের শিক্ষা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কারও অধিকার ক্ষুণ্ন হবে না, বরং সবাই নিরাপদে নিজ ধর্ম পালনের সুযোগ পাবে।
তিনি অভিযোগ করে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি। ধর্মীয় উৎসবে মন্দির ও প্রতিমা পাহারা দিতে হয়। অথচ ইসলাম ধর্ম স্পষ্টভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার নির্দেশ দিয়েছে। তিনি কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলেই প্রকৃত নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
তিনি আরও জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু নেতাদের আশ্বস্ত করেছেন। পরবর্তীতে সারা দেশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের নেতারাও স্বীকার করেছেন, জামায়াত বা মাদ্রাসার কোনো শিক্ষক-শিক্ষার্থী কখনো হিন্দুদের সম্পদ লুট বা ভাঙচুর করেনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।