‘আওয়ামী লীগকে রাজপথে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

সারজিস আলম বলেন, দেশের মানুষের ত্যাগ ও রক্তকে ভুলে গিয়ে আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে কেউ যদি সুশীল সাজতে চায়, তা জাতি মেনে নেবে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালান্স করতে চায়, তাকে মানুষ সেই চোখে দেখে না।

আরও পড়ুন: খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবি ট্রাস্টের ১১০ মসজিদে বিশেষ দোয়া

শাপলা প্রতীক না পাওয়ার প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, নির্বাচন কমিশনের আচরণ স্বেচ্ছাচারী। তিনি বলেন, নতুন দল হিসেবে আমাদের যাত্রার এক বছরও হয়নি, অথচ প্রতীক ইস্যুতে এত মাথাব্যথা কেন? কোনো আইনি বাধা না থাকলেও নির্বাচন কমিশন ভয় বা চাপে এ সিদ্ধান্ত নিয়েছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্বাধীন প্রতিষ্ঠান যদি এভাবে স্বেচ্ছাচারী আচরণ করে, তাহলে বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি সতর্ক করে বলেন, এ আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের ওপর অনাস্থা জানাবে।

সারজিস আলম বলেন, পঞ্চগড়সহ সারা দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। গুজবকারীদের কোনো সুযোগ দিতে চাই না আমরা।

এর আগে তিনি আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।