ডিসেম্বরে জামায়াতে নতুন আমির নির্বাচন, নেতৃত্বে বড় রদবদলের আভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী দিনের আমির নির্ধারণ করবেন। জাতীয় নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ ভোটে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

দীর্ঘ দেড় দশক পর সংগঠন পুনর্গঠনের মাধ্যমে ঘুরে দাঁড়ানো জামায়াত সাম্প্রতিক সময়ে রাজপথে সরব হয়েছে। জুলাই সনদ–এর আইনি ভিত্তি, আনুপাতিক ভোট পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে দলটি। পাশাপাশি জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও চলছে।

আরও পড়ুন: শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ

বর্তমানে দ্বিতীয় মেয়াদে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শফিকুর রহমান। তার মেয়াদ শেষ হবে ডিসেম্বরেই। গঠনতন্ত্র অনুযায়ী, বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরা তিন সদস্যের একটি প্যানেল তৈরি করে দেয়। সেই প্যানেল থেকে রুকন সদস্যরা ভোট দিয়ে একজনকে আমির হিসেবে বেছে নেবেন। তবে প্যানেলের বাইরের কাউকেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুটি প্যানেল নিয়ে আলোচনা চলছে। এক প্যানেলে আছেন—ডা. শফিকুর রহমান, বর্তমান নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। অন্য প্যানেলে আজহারের স্থলে আলোচনায় আছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ২৫ ডিসেম্বরের আগেই নির্বাচন সম্পন্ন হবে। তার ভাষায়— জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন আমিরের কাঁধেই থাকবে বড় চ্যালেঞ্জ।

ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার আমির নির্বাচিত হন এবং ২০২২ সালে পুনর্র্নিবাচিত হন। যদিও গঠনতন্ত্রে তিন বছরের মেয়াদ নির্ধারিত, তবে একজন ব্যক্তি কতবার এই পদে আসীন হতে পারবেন, সে বিষয়ে কোনো সীমাবদ্ধতা নেই।