এমবাপ্পেরে জোড়া গোলে ইউরোর মূল পর্বে ফ্রান্স

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে কম আলোচনা হয়নি। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম আস্থা রেখেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের ওপর।

কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি তিনি।  

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

নেদারল্যান্ডসের বিপক্ষে জোড়া গোল করেছেন এই পিএসজি তারকা। আর তাতে ২-১ ব্যবধানে জিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠেছে ফরাসিরা।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখে ফ্রান্স। সপ্তম মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়েও যায় তারা। এরপর ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।  

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

জাতীয় দলের জার্সিতে এমবাপ্পের মোট গোলসংখ্য এখন ৪২টি। কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৪১) ছাড়িয়ে ফ্রান্সের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। তার সামনে আছেন- আতোঁয়া গ্রিজমান (৪৪), থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ের জিরু (৫৪)।

৮৩তম মিনিটে ডাচদের হয়ে ব্যবধান কমিয়েছেন হার্টম্যান। কিন্তু এরপর আর নিজেদের রক্ষণে কোনো আক্রমণ শানাতে দেয়নি ফ্রান্স। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে থেকে ইউরোর মূল পর্বে উঠেছে ফ্রান্স। অন্যদিকে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখনও অনিশ্চয়তায় নেদারল্যান্ডস। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান গ্রীসের।

অন্যদিকে গ্রুপ 'এফ' থেকে মূল পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। অস্ট্রিয়ার বিপক্ষে ২-৩ গোলে জয় পেয়েছে বেলজিয়ানরা। ম্যাচে বেলজিয়ামের হয়ে গোল করেছেন লুকেবাকিয়ো এবং তৃতীয় গোলটি রোমেলু লুকাকুর।  

তবে এই ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার আশা শেষ হয়ে যায়নি। আগামী সোমবার আজারবাইজানের বিপক্ষে জিতলেই জার্মানিতে যাওয়ার টিকিট কাটবে তারা।