তাসকিনকে কিনতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স!

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৮:০৩ পূর্বাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৪
তাসকিন। ফাইল ছবি
তাসকিন। ফাইল ছবি

এবার আইপিএলের নিলামে ওঠার কথা থাকলেও ১৯ ডিসেম্বরের নিলামের আগে হঠাৎ নাম কাটিয়ে নেন পেসার তাসকিন ও শরীফুল ইসলাম।

তবে অনাপত্তি পাওয়া মোস্তাফিজুর রহমান ঠিকই দল পেয়েছেন। তাঁকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এদিকে নিলামের আগেই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারের সম্মতি থাকলে তখন নিলামে সে নাম পাঠায় ফ্র্যাঞ্চাইজি। এবার নিলামের আগে তাসকিনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। ওয়ান ক্রিকেট ওয়েবসাইটের দাবি, কলকাতা নাইট রাইডার্সই সে দল।

একাধিক পেসারকে ছেড়ে দেওয়া দলটি এবার নিলামে ভালো পেসার পেতে মরিয়া ছিল। মিচেল স্টার্ককে পেতে দলটি ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে। অবশ্য ক্রিকফ্রেঞ্জি দাবি করছে, শুধু কলকাতা নয়, পাঞ্জাব কিংসও তাঁকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

গতকাল এ নিয়ে কথা বলার সময় আইপিএলে খেলতে না পারার ব্যাপারে হতাশার কথা জানিয়েছেন তাসকিন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ ক্রিকেটার হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে।’

বিশ্বকাপে কাঁধে চোট পাওয়া তাসকিনকে ফিট রাখার কথা ভেবে ছাড়েনি বিসিবি। এর আগে ২০২২ সালেও আইপিএল খেলার সুযোগ এসেছিল তাসকিনের সামনে। চোটে পড়া মার্ক উডের বদলে তাঁকে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু সেবারও তাসকিনকে যেতে দেয়নি বিসিবি। এজন্য ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল তাঁকে। 

'বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলা থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে ভালো লাগে না । সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।'-জানালেন তাসকিন।

আইপিএলের সময়টায় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে ব্যর্থ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচকে খুব গুরুত্ব দিচ্ছে বোর্ড।