রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপ্পে ,দাবি ফরাসি সংবাদমাধ্যমের

কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে নিয়ে দলবদলের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে নেমেছে রিয়াল ও পিএসজি, যেখানে আগের লড়াইগুলোতে শেষ পিএসজি জিতলেও এবার সম্ভবত গল্পটা বদলাতে যাচ্ছে।
অবশেষে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে?আনুষ্টানিক ঘোষণা না এলেও ফরাসি সংবাদমাধ্যম 'লা প্যারিসিয়ান জানিয়েছে, আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে।রিয়ালে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন এই ফরাসি তারকা। এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবর নিশ্চিত করেছে ইএসপিনও।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান লিখেছে, "আর কোনো সন্দেহের অবকাশ নেই।কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে লিগ এ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে যাচ্ছেন।"এর মধ্য দিয়ে রিয়ালের হয়ে খেলার স্বপ্নপূরণ হবে এমবাপ্পেরও।
এছাড়া দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় বলেছেন, "রিয়াল মাদ্রিদ খুবই কঠোর চেষ্টা চালাচ্ছে। গোপনে এমবাপ্পের সঙ্গে চুক্তি সেরে ফেলার জোর কার্যক্রম অব্যাহত রেখেছে ক্লাবটি।"