বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৩ | আপডেট: ৭:০০ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মরিয়ম (৬৫) ও তার মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এলাকাবাসী সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। সেসময় তার মেয়েকে মাকে বাঁচাতে ছুটে আসেন মা। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। 

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

মরিয়মের ছোট ভাই বশির মিয়া জানান, মরিয়মের স্বামী অনেক আগেই মারা গেছেন। তাসলিমার স্বামীও ছোট্ট একটা বাচ্চা রেখে সাপে কেটে মারা গেছেন। সেই থেকে মা ও মেয়ে দুজনই বিধবা। তাসলিমা সন্তান মানুষ করার জন্য আর বিয়ে করেনি। তারা একসঙ্গে থাকতেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।