বিশেষ নিরাপত্তা বলয়ে রূপপুরের প্রকল্প এলাকায় পৌঁছাল ইউরেনিয়াম

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৩
(no caption)
(no caption)

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে 'ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল' বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ দুপুর সোয়া ১টার দিকে সেনানিরাপত্তাসহযোগে ইউরেনিয়ামের প্রথম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এর আগে, গতকাল বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছায়। রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে