আড়াইহাজারে একটি কেন্দ্রে সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫৬নং রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ভোটকেন্দ্রে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন নির্বাচন করছেন।
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলা, নির্বিকার পুলিশ
জানা যায়, দুপুরে লোটন কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে স্লোগান দেয়। এসময় লাঙ্গল সমর্থকরাও স্লোগান শুরু করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সিল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।





