ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ

বর কনের কবুল বলার সময় ভ্রাম্যমান আদালত হাজির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাল্যবিয়ের ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জান গেছে, বুধবার (৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নূরপুর গ্রামে কনের বাড়িতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার। কবুল বলার আগ মুহূর্তে বিয়ে বন্ধের নির্দেশ দেন তিনি।

কনের অভিভাবক মো. সামছুল হক ও বরের অভিভাবক মো. শাহেদ মিয়াকে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের অভিযোগে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের ১৮ এবং বরের ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে উভয় অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত