চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ০৫ মে ২০২৫ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার। ছবিঃ সংগৃহীত
চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার। ছবিঃ সংগৃহীত

পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ। 

সোমবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৩ টায় দিকে আলমডাঙ্গা উপজেলার তালুককররা পারলক্ষীপুর মাঠের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

গ্রেফতারকৃতরা হলেন, রুবেল রানা (২৯), আজিজুর মন্ডল (৩৬), শিলন মোল্লা (২১), সবুজ আলী মিঠু (৩০ মনিরুল ইসলাম (৪০) ও মারুফ শেখ(২০)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিস্তল, ১টি রিভলভার, ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার যন্ত্র, ৫টি মাস্টার কী, ১টি পিস্তলের প্রসেস, ১টি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীপুর খাসকররা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার পাঁকা রাস্তার উপর দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনের পৃথক পৃথক মামলা রুজু করে হয়েছে বলেও জানান তিনি।