মঙ্গলবার ৬ ঘণ্টা জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে মোটরসাইকেল

চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে যানজট এড়াতে আগামীকাল মঙ্গলবার (৬ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, নির্দিষ্ট টোল পরিশোধ করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করা যাবে।
আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে এই সময়সীমার মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছে।
তবে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এড়াতে ওভারস্পিড এবং লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলেও ডিএমপি জানিয়েছে।