রাজবাড়ীতে বিএনপি নেতা আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ করেছে শ্রমিকদল

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৫ জুন ২০২৫ | আপডেট: ৫:১৬ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ী ১ আসনে আসলাম মিয়াকে এমপি হিসেবে দেখতে শ্রমিক দল গোয়ালন্দ মোড় শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম  করেছে।

২৪ শে জুন মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদরের প্রাণকেন্দ্র গোয়ালন্দ মোড়ে সকল ব্যবসায়ীদের হাতে এই লিফলেট পৌঁছে দেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। 

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

লিফলেট বিতরণ কালে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শ্রমিক দল গোয়ালন্দ মোড় শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি  আবুল কালাম আজাদ,  সিনিয়র সহ সভাপতি মোল্লা খোকন, সহ-সভাপতি আমির হোসেন গাজী, সহ-সভাপতি মিরাজ শিকদার, সাধারণ সম্পাদক হাজী বাবু, সহ-সাধারণ সম্পাদক রজব আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা আবু,কোষাধ্যক্ষ আব্বাস গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৭ বছর রাজবাড়ী জেলা বিএনপিকে প্রসংগঠিত করে রেখেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জিলাপিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড : আসলাম মিয়া। এবার দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির এক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের দাবি রাজবাড়ী ১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জনপ্রিয় বিএনপি নেতা আসলাম মিয়াকে মনোনীত করা হোক। আমরা ধানের শীষে বিপুল ভোটের মাধ্যমে আসলাম মিয়াকে জয়যুক্ত করে এ আসন তারেক রহমানের হাতে উপহার দিবো।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ