মগবাজারের হোটেলে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে চিকিৎসার উদ্দেশ্যে অবস্থান নেওয়া একই পরিবারের তিন সদস্য স্বামী, স্ত্রী ও তাদের ১৭ বছর বয়সী ছেলে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না বেগম এবং তাদের একমাত্র ছেলে আরাফাত হোসেন। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

জানা গেছে, ছেলে আরাফাতের চিকিৎসার জন্য গত শনিবার মনির পরিবারসহ রাজধানীর মগবাজার এলাকার ‘সুইট স্লিপ’ নামে একটি হোটেলে ওঠেন।

পরদিন রোববার সকালে মনিরের এক আত্মীয় হোটেলে গিয়ে স্বপ্নাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুতই স্বপ্না ও আরাফাতকে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। একই সময়ে মনির হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে আইসিইউতে নেওয়ার পর তিনিও মারা যান।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাদের মৃত্যু কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণ—তদন্ত করে দেখা হচ্ছে।”

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, হোটেল কক্ষ ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, “কারও অনুপ্রবেশ ঘটেছিল কি না, বা তাদের খাদ্যে কোনো বিষক্রিয়া ছিল কি না, তা নিয়ে অনুসন্ধান চলছে।”

তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত হত্যাকাণ্ড সে দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ তিনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ঘটনায় সংশ্লিষ্ট সকল দিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত চালিয়ে যাচ্ছে।